আমাদের সম্পর্কে

‘দ্য মিরর এশিয়া’ এশিয়াভিত্তিক একটি অনলাইন সংবাদমাধ্যম। ২০২৪ সালের ১ জুন স্বাধীন, নির্ভীক, নিরপেক্ষ এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিজ্ঞা নিয়ে যার যাত্রা। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে তীব্র গণতান্ত্রিক সংকট, মতপ্রকাশের স্বাধীনতার অভাব, ভিন্ন মত-পথ ও গোষ্ঠীকে দমন, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির গুণগত পরিবর্তনের এক সন্ধিক্ষণে দ্য মিরর এশিয়া আত্মপ্রকাশ ঘটায়।

মূলত অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বঞ্চিতদের অধিকারের কথা তুলে আনা আর ক্ষমতাবানদের জবাবদিহি নিশ্চিতে যারা সচেষ্ট।

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম হিসেবে শুরু করা দ্য মিরর এশিয়া দেশে দেশে শ্রেণি, বয়স, লিঙ্গ, সম্প্রদায় ও মত-নির্বিশেষে সবার তথ্য ও মতামত তুলে ধরতে চেয়েছে। উদারনীতি ও অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি দায়বদ্ধতাও রয়েছে তার। নারী, শিশু, ধর্মীয় সম্প্রদায় বা ক্ষুদ্র জাতিসত্তার আত্মমর্যাদার প্রতিও এ সংবাদমাধ্যম সংবেদনশীল। বিশ্বজুড়ে জনস্বার্থের সংবাদকে অগ্রাধিকার দিয়ে আসছে দ্য মিরর এশিয়া।